আমরা হাল ছাড়বো না, লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ: মাওলানা আরশাদ মাদানী
বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী বলেছেন, আমরা চূড়ান্তভাবে ন্যায়বিচারের জন্য লড়াই করেছি, করবো। আমাদের বিশ্বাস ছিলো আমাদের পক্ষে বাবরি মসজিদ মামলার রায় আসবে। কারণ আমরা মজুবত দলিল প্রমাণ পেশ করেছি। আইনী লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
মাওলানা মাদানী আরো বলেন, এ রায় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নাই। তারপরও আমারা দেশের আইনকে সম্মান করবো। হাঙ্গা দাঙ্গা না করে আমাদের উচিৎ আইনীভাবে লড়াই করা। এ রায়কে পরাজয় ও বিজয় হিসেবে না দেখে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিমদের নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দিতে হবে।
ভারতের মুসলিমরা সংখ্যালঘু, এখানে আমাদের আবেগে নয় বরং আইনীভাবে লড়াই করতে হবে। তিনি মুসলিমদের হতাশ না হয়ে, আল্লাহর উপর ভরসা ও দোয়া করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, দেশের সংবিধানে আমাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে তা ব্যবহার করে জমিয়তে উলামায়ে হিন্দ সর্বপ্রকার আইনী লড়াই চালিয়ে যাবে।
এর জন্য দেশের বিশিষ্ট আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে, প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পুরানো নথিগুলি অনুবাদ করা হয়েছে। আমরা আমাদের দাবিগুলোও কোর্টে উপস্থাপন করেছি। আমরা হাল ছাড়বো না। আইনী লড়াই করবো ইনশাআল্লাহ।
No comments