কোন ধাতুর আংটি ব্যবহার করা বৈধ এবং পরিমাণ কতুটকু? মুফতী মহিউদ্দীন কাসেমী
নারী যে কোনো ধাতুর আংটি ব্যবহার করতে পারবে এবং তাদের জন্য পরিমাণও উন্মুক্ত। যতটুকু ইচ্ছে ততটুকু পরিমাণের এক বা একাধিক আংটি ব্যবহার করতে পারবে। শরীয়তের পক্ষ হতে কোনো বাধানিষেধ নেই।
তবে পুরুষের জন্য রূপা ব্যতীত অন্য কোনো ধাতুর আংটি ব্যবহার করা জায়েয নয়। শুধু রূপার আংটি ব্যবহারের অনুমতি আছে। তাও নির্দিষ্ট পরিমাণ রূপা। এর চেয়ে বেশি নয়। নির্দিষ্ট পরিমাণ কতটুকু?
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ شَبَهٍ، فَقَالَ لَهُ: «مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الْأَصْنَامِ» فَطَرَحَهُ، ثُمَّ جَاءَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ، فَقَالَ: «مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ» فَطَرَحَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيِّ شَيْءٍ أَتَّخِذُهُ؟ قَالَ: «اتَّخِذْهُ مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا»
অর্থ : হযরত আবদুল্লাহ ইবনে বুরাইদা স্বীয় পিতা হতে বর্ণনা করেন, একব্যক্তি রাসূল সা. এর কাছে আসল, যার হাতে ছিল পিতলের আংটি। রাসূল সা. তাকে বললেন, তোমার কাছ থেকে ভূতের দুর্গন্ধ পাচ্ছি কেন? সে আংটি নিক্ষেপ করল। এরপর সে লোহার আংটি পরে আসল। এবার রাসূল সা. তাকে বললেন, তোমার পরনে জাহান্নামীদের অলংকার দেখতে পাচ্ছি কেন? সে তা নিক্ষেপ করল এবং জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! কোন জিনিসের আংটি ব্যবহার করব? রাসূল সা. বললেন, রূপার; তবে তা যেন এক মিসকাল পূর্ণ না হয়। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২২৩; সুনানে নাসায়ী, হাদিস নং ৫১৯৫।)
ফাতাওয়া শামীতে আছে :
وَلَا يَزِيدُهُ عَلَى مِثْقَالٍ وَقِيلَ لَا يَبْلُغُ بِهِ الْمِثْقَالَ
অর্থ : রূপার আংটি এক মিসকাল হতে বেশি হতে পারবে না। আরেকটি মতে এক মিসকাল হতে কম হওয়া লাগবে। (খ.৬, পৃ.৩৬১)
আল-মুহীতুল বুরহানীতে রয়েছে :
وينبغي أن يكون قدر فضة الخاتم المثقال ولا يزاد عليه، وقيل: لا يبلغ به المثقال
অর্থ : রূপার আংটির পরিমাণ এক মিসকাল হওয়ার উচিত; এর চেয়ে বেশি নয়। অন্য মতে এক মিসকাল থেকে কম হতে হবে। (খ.৫, পৃ.৩৪৯)
এক মিসকাল পরিমাণ হল, ৪ গ্রাম ৩৭৪ মিলিগ্রাম।
সুতরাং পুরুষ এর চেয়ে বেশি পরিমাণের রূপার আংটি ব্যবহার করতে পারবে না। আংটি একটি হোক বা দুটি। এই পরিমাণের চেয়ে বেশি রূপা ব্যবহারের অনুমতি নেই।
রূপার আংটিতে যে-কোনো পাথর ব্যবহার করা যাবে।
No comments