সাইফ সিরাজের কবিতা : আবরার এখন আমরা সবাই
দেশের কথা বলতে গিয়ে
ভারত মাতার বললে দোষ
গিলতে হবে জীবন দিয়ে
সোনার ছেলের তীব্র রোষ।
তুই বেটা কে দেশের মায়ায়
কলাম লিখিস ফেসবুকে
একটা হরফ একটা বুলেট
হিসেবে এবার তোর বুকে।
পড়তে দিলাম বুয়েট খানায়
নিন্দা করিস আমার কাজ
অনেক বুঝিস! ঠিক আছে যা,
কর গে আবাদ কবর আজ।
কে দিলো তোর পড়ার সুযোগ
কার কথাতে ফাল পারিস
সোনার ছেলে আমরা তোদের
মারবো শুধু এই জানিস!"
একদিন ঠিকই ঘুরে দাঁড়াবো
শিরদাঁড়া খুব সোজা খুব
পাপের আগুন জ্বলবে অবাধ
তোদের হবে পরম ডুব।
ফেসবুক আর স্টেটাস দেওয়া
বাদ দিয়ে আজ আয় মানুষ
দেই ফাঁটিয়ে অলিক ডড়ের
ভারত মাতার ভয় ফানুস।
একাত্তরের সাহস জাগাও
প্রাণ ভরে নাও দেশের বল।
সাহস করে জাগলে দেখো
কেমনে পালায় জালিম দল!
আবরার এখন আমরা সবাই
যাদের লীগের দীক্ষা নাই
এবার মাথায় কাফন নিয়েই
বাঁচার আলাপ করতে চাই!
No comments